1983ইং সালে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ব্যস্ততম এলাকা পল্লবী থানাধীন সেকশন-12,ব্লক-ত,রোড-02, প্লট-1, মিরপুর,ঢাকা-1216, নিরিবিলী পরিবেশে সুবিশাল আবাসিক এলাকায় প্রায় (15) পনের কাঠা জায়াগা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে “জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া” (মিরপুর আজমা মহিলা মাদরাসা)। মুফতিয়ে আযম আল্লামা আহমদুল হক (রহ.) এর অন্যতম খলিফা আল্লামা আবদুল কুদ্দুস (রহ.) দ্বীন প্রতিষ্ঠায় নিজের জান দিতে প্রস্তুত এমন সাথীদের নিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় “জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা” প্রতিষ্ঠা করেন।